কারো কারোর খুব রাগ অভিমান
মানুষ তাকে এক্কেবারে বোঝে না চেনেনা
এমনকি কথাও বলতে চায়না। ক্ষতি নেই।
তুমি জানো তুমি নুনের মতন।
স্বাদে ঠিকই আছো তাই...
কেউ কিছু বলেনা চেনেনা দেখেনা।
আবার কেউ কেউ চায়
যেমন আমি চাই থাকি সবার আড়ালে
লাস্ট বেঞ্চির ছাত্র যেমন থাকে...
যেন স্যার আমাকে পড়া ধরেনা।
ধরলেই মুশকিল... হাটে হাড়ি ভাঙা হয়ে যাবে।
সেই লুকিয়ে থাকা ছাত্রটাকেই স্যার বলবেন
আজকের পড়া বলতে হবে হে লাস্ট বেঞ্চার।
খবর আছে তোমরা বড় পিছিয়ে পড়েছে;
লাস্ট বেঞ্চের ছাত্রই আমার খুব প্রয়োজন।


আমি তখন দ্বিধায় ভুগতে থাকি
সামনে ও নয় পিছনেও নয় মাঝামাঝি থাকি।
তাতেও কি কম বিপদ...
সামনের দল বলে তুই বেশ আমাদের দলে
পিছনের দল আমায় টানে তুই আমাদের।
আমি পড়ি মহা মুশকিলে।
মাঝামাঝি কোন পথ হয়না
হয় সামনে নয় পিছনে।