আমরা মানুষের মুখোশে সেই আদিম হিংস্র
তিল তিল প্রশ্রয়ে তিলোত্তম দানব গড়েছি
নিরপদ আশ্রয়ে ওদের রেখেছি
আইন এখানেই শৃঙ্খলিতা
গান্ধারীর চোখ বাঁধা
সব রাস্তায় যে
আজ বন্ধ
দীপ।


ওরা একটু একটু করে আঁধার খুঁজে বেড়ায়
অন্যের স্বপ্নকে নিরাপদে কবরে পাঠায়
ঘরের উঠানে দুপুরে জ্যোৎস্না আনে
বাকি সব যায় যাক উচ্ছুনে
সবাই কি তাহাঁর রক্তের
ওদের আঁধার ভালো
আর স্বপ্ন নয়
দীপ।


ঠিকঠাক বেশ চলছিল মোগলাই খানাপিনায়
হঠাৎ যেন জেগে উঠেছে ধনধান্য দেশ
প্রতিবাদে সে মৃত্যু নিয়েছে খুঁজে
তরঙ্গ তাই দেশে বিদেশে
জাত মান কূল যায়রে
আয় ভাই ভাইপো
নেভা এবার
দীপ।