সময়-এর সাথে চল নয়তো পিছিয়ে পড়বে;
সময়ের সাথে চলতে চলতে পিছিয়ে পড়ছি।
সময়-এর শব্দ টিক টিক করে বাজতেই থাকে;
সময়ের পিঠে চড়িনি তাই হয়ে গেছি অসময়।
সময়-এর কারসাজি সাবধান বাণী মর্ম বুঝিনি ;
সময়ের সাথে সাথে স্বপ্ন-সাধ তাই অপূর্ন রয় ।


সময়-এর শুধু পথচলা অতীত থেকে ভবিষ্যতে;
সময়ের ফুল তাই ফোটেনি তিমিরেই রয়ে যাই।
সময়-এর কাছে ভিক্ষা মাগি করজোড়ে কতবার ;
সময়ের নাকি হৃদয় নেই ফিরিয়েছে বার বার ।
সময়-এর মতন দ্বীপান্বিতা তুমিও হৃদয়হীনা ;
সময়ের সাথে বয়ে গেলে তাই সাগর ইশারায় ।