চারিদিকের  আঁধার  ক্রমশ ঘিরছে
কুন্ডলী পাকানো ধোঁয়া জমাট বাঁধছে
বুকের ভিতরটা কেমন হাঁসফাঁস করছেনা ?
আকাশের রঙটা ধুসর লাগছে
পাখিরা সব কোথায় লুকোলো ?
একটাও পাখি ভুল করে কি ডাকবেনা ?
                  এই পৃথ্বী আমার নয়!


কে যেন ককিয়ে উঠে হটাত চুপ!
কিছুক্ষণ শুকনো পাতার খসখস!
তারপর ! সব রাতের মত নিরবতা।
ঝিঝি পোকারা বোধহয় ডাকতে ভুলেছে ।
কে বা কারা যেন সন্তর্পনে পালিয়ে গেল ;
অধীর আগ্রহে অপেক্ষা... যেন বন্ধ খাম;
যা নিত্য হয় হয়েছে, কাল খবরে প্রকাশ পাবে!
   এই পৃথ্বী আমার নয়!বলতে পারলাম না !
এখনো প্রাণ আছে প্রাণ, বাঁচাতেই হবে জীবন,
          এই পৃথ্বী আমার দেশ ।