এইতো এসেছি
সাগর পাহাড় নদী উপত্যকা মাড়িয়ে ;
আগ্নেয়গিরির আগুন বৃষ্টিঅরণ্য সরিয়ে ।
বোঝনি, সাগরের ঢেউ হয়ে বালুতটে;
প্রিয়া, বারবার ফিরে এসেছি শুন্য ঘটে।
পাহাড়ের খাড়াই পথ কেটে কেটে আসতে ;
প্রিয়া, অনেকটা সময় বয়ে গেছে এমনিতে ।
নদীস্রোতে হাল ভেঙ্গে পাল ছিঁড়ে উদভ্রান্ত ;
প্রিয়া, ধ্রুবতারা হয়ে পথ চিনিয়ে করেছ শ্রান্ত ।
সর্পিল মৃত্যু অতর্কিতে হানা দেয় উপত্যকায় ;
প্রিয়া,জানো প্রাণ পেয়েছি তোমারই ওষ্ঠসুধায় ।
আগ্নেয়গিরি ঝলকে দন্ডায়মান যম-প্রতীক;
প্রিয়া, উদাত্ত অধীর দুবাহু মেলে এনেছ সুখ ।
পথহারা গহন ঘন তমসার নিবিড় বৃষ্টিঅরণ্য;
প্রিয়া, করস্পর্শে করেছ উজ্জীবিত তুমি অনন্য ।


এইতো এসেছি
সাগর পাহাড় নদী উপত্যকা মাড়িয়ে ;
আগ্নেয়গিরি আগুন বৃষ্টিঅরণ্য সরিয়ে ।
সাড়া দিয়ে এসেছি এসো কাছে রেখোনা দুরে ;
শুভমিলন প্রতিক্ষা লগ্ন বৃথা যায়না যেন সরে।



*এই কবিতা কবি মৌটুসি মিত্র গুহ (কেতকী) 'র জন্য উত্সর্গ ।