একটাই তো আকাশ, সে অসীম সে নিঃসীম ।
তবুও সে প্রকৃতির সাথে হয়ে পড়ে একাত্ম।
একত্মতায় বিলীন পুরুষ প্রকৃত মিলে মিশে একাকার।
তাই সে প্রতিক্ষণে নিজেকে রাঙিয়ে নেয় ;
কখনো সে সূর্যের সাথে রঙ নিয়ে হয় রক্তিম ।
যেমন রক্তবর্ণের রক্ততিলক এঁকে দিনের সূচনা ;
গোধুলিতে আগামীর আভাস রেখে বলে যায়,
          আবার আসবো ফিরে যামিনী শেষে ।
রাতের তারারা ফুটবে বলে ফিরিয়ে নেয় সব রঙ;
তখন সে হয় নিশীথ যামিনীর প্রিয় সখী ,
মোহিনীমায়া শক্তির জাদুতে রচনা করে বাসর ।
বাতাস কে বলে ধীরে বও - প্রিয়া রয়েছে ঘুমিয়ে ।
ছড়িয়ে দাও রাতে ফোটা ফুলের যত সুবাস ।
চাঁদের শান্ত জোত্স্নায় ধুয়ে দাও যত ক্লান্তি ।
পাখির নীড়ে যত পাখি থাকুক অপূর্ব নিরপত্তায় ।
       ওরা উষায় কল কল কলরব ধ্বনিতে  
    উড়াল দিয়ে পাড়ি দেবে,যাবে নতুন এক দিগন্তে ।