একটু একটু করে হারিয়ে যাচ্ছে
জীবনের মাধুরী
যেমন শীতের সোনা রোদ্দুর
গ্রীষ্মে শরীর পোড়ায়।


একটু একটু করে তোমার লাবন্য
কমে আসছে বন্যা
রোদ্দুরে দোলা সরষে ফুল
এখন ফসলের ভারে অবনতা।


একটু একটু করে নদীতে এখন ভাঁটা
জল ক্রমেই কমছে
ঠিক তোমার মতন নন্দিনী
চলতে পথে আর জোয়ার জাগেনা।


একটু একটু করে চাঁদের দিন শেষ
এখন যে ঘোর অমাবস্যা
তুমি আমি আমরা সবাই একদিন
এমনি অন্ধকারে বিলীন হব।