খোঁজ চলে অবিরত প্রান্তর থেকে প্রান্তরে যতটা দৃষ্টি ধায় ।
কর্পোরেশনের জলের ফোটায় ফোটায় মাটি ভিজে যায় ।
ছড়িয়ে পড়ছে মাটির গভীরে, ছড়িয়ে যায় বৃত্তাকারে ।
অবহেলায় পড়ে থাকা বীজে খবর আসে হিম ঘুম ঘরে ।
জাগো ওঠো চোখ মেলে দেখো, চায় এ পৃথিবী তোমারে ।


এই শহরেও চকিতে হুনুমান লম্বা লেজে অবতীর্ণ হয় ।
আশপাশ চটজলদি নজরদারিতে দেখে, কেউতো নেই।
গাছ থেকে নেমে নল খুলে জল খেয়ে বন্ধ করে দেয় ।
তারপর,হারিয়ে যায় শহরের কোন এক নির্জনতায় ।
সেও চলেছে জীবনের উত্স সন্ধানে একবুক তৃষ্ণায়।


খুঁজেছি তোমায়, মনের কোনে অনবরত দিয়েছ উঁকি
সেই চোখ, সেই ঠোঁট, তিলফুল নাক কত আঁকিবুকি ।
পাহাড় জঙ্গলে মাঠে ঘাটে, সাগরের নীল দিগঞ্চলে ;
ক্যনভাসের জলরঙের ছবি ধুয়ে গেছে বৃষ্টিধারার জলে।
হয়তো খুঁজে পাবো নতুন পথের বাঁকে সূর্য্য দেখার ছলে।