কচুরিপানার মতন ভাসতে ভাসতে কোথায় চলেছি জানিনা ।
কেউ আমাকে ভাসাই  আমি দিব্যি ভেসে থাকি
সবুজের ব্যপ্তি আর নীল ফুলের বাহারে মুগ্ধ থেকেছ ।
জাননা, শিকড় রোজদিন ছেঁকে নিচ্ছে অক্সিজেন ।
কত যে অভিজ্ঞতা জমেছে সবুজকণা'তে।


একদিন আমিও রুখে দাঁড়ালাম স্রোতের বিরুদ্ধে
তখন দেখি আমার মতন আরো অনেকে
কাঁধে হাত রেখেছে পাশে থেকেছে জেগেছে রাত ।
স্রোতস্বিনী ও করজোড়ে চেয়েছে ক্ষমা
জেনে গেছে সকলে আমরাও প্রতিবাদ করতে পারি ।