মাথার উপর সূর্য রেখে দুজন মিলে সমুদ্রস্নানে গেলাম
সোনারঙ বালি নীলরঙ জলে নিজেকে ছুঁড়ে দিলাম।
তোলপাড় ঢেউ সমুদ্রে আজ, তাই এবারেও হাত ধরলেনা
পাড় থেকে দেখছ নীল চোখে নীলাকাশের গাংচিল ডানা।
আসে পাশে নেই কেউ আমি তুমি আর উচ্ছল ঢেউ
ঢেউয়ে হারিয়ে যেতে যেতে ডাক দেয় আর একটা ঢেউ ।
নেশার মতন লোনা নেশায় এগিয়ে যায় দূর থেকে দুরে
ঢেউয়ের পিঠে চড়ে আবার যে ফিরে আসি সেই তীরে ।
চোরাবালির চোরাস্রোতে পায়ের তলে বালি সরে যায়
জীবন মরণ দোলন দোলায় নিত্য এমন যাওয়া আসায়।
‘ফিরে এসো’ তোমার সে মুখের ডাক অস্পষ্ট হতে থাকে
এমন সময় পাহাড়প্রমান একটা ঢেউ গিলতে আসে আমাকে।
আর বুঝি ফেরা হলোনা ‘ফিরে এসো’ তোমায় মনে পড়লো,
মৃত্যুসম ঢেউ এক নিমেষে জাপটে ধরে মৃত্যুখেলায় মাতলো।