ক্রমশ সময়ের মতো শ্লথগতিতে ফুরিয়ে যাচ্ছি ...
আর এগিয়ে চলেছি অজানা একা নক্ষত্র পুঞ্জের দিকে ...
বুকের ভেতর যে হাঁপরটা এখনো ধক ধক করছে...
ক্রমশ ফুরিয়ে যাওয়া লাট্টুর মতন দম ফুরিয়ে আসছে ...
মোচার খোলার মতন একটু একটু করে ঝরে যাওয়া...
কেটে যাওয়া ঘুড়ির মতন সুদূরে মিলিয়ে যাওয়া...


তবু কিছু রয়ে গেছে গুড়ো গুড়ো ধূলিকণা হয়ে  
চোখের দৃষ্টিতে থেকে গেছে কিছু জীবনের আনাগোনা
রয়ে গেছে পাখির ডানায় উড়তে পারার স্বাধীনতা
অশ্রুত কিছু কলতান ফল্গু হয়ে বয়ে চলেছে নিরন্তর
সবটা হারিয়ে যায়নি ফুরিয়ে যায়নি কালের গভীরে
কিছু আলো, ভালবাসা, তিতিক্ষা
                  এখনো জাগে নিশীথ অন্ধকারে ...