একটা বেকার মানুষ
এখানে ওখানে শুধু কাজ খুঁজে বেড়ায়।
ব্যস্ত মানুষ দেখে জানলা থেকে
আর ভাবে কিছু কি পৃথিবীতে করার নেই।
এতো সব মানুষের কাজ আছে
সেই গজ কচ্ছপের মতন পরে থাকে।


বাজার থেকে গাছের চারা কিনে আনে
টবে টবে বসায় যত্ন করে
ওদের সাথে কথা বলে গান করে
ওদের ফুটিয়ে তুলে আরাম বোধ করে
ওদের অসুখে বিমর্ষ হয় হাসে কাঁদে
একটা বেকার মানুষ কাজ পেয়ে আনন্দ পায়।