একটা গাছই সবুজ পৃথিবী
আমরা যদি সেটাই ভাবি।
তবেই পৃথিবী আবার প্রাণখোলা হাসি হাসবে।
একটু প্রাণের মায়া মমতায়
পৃথিবী তখন সবুজের গানে শস্য শ্যমলা হবে।
তুমি আর আমি আর যতসব পরম্পরা
সতেজ বাতাসে বেঁচে বর্তেই থাকবে।


লোভের আগুনে জঙ্গল পুড়ে গেছে
সে মহাভুমি দখল করেছে আকাশ ছোঁয়া মহল ।
ইট কাঠ আর পাথর দিয়ে গড়েছি শুধু শহর
দিনে দিনে নগরায়নে বাতাসে মিশেছে গরল।
এমনটা হলে একদিন সব নিশ্চিত শেষ হবে।
এই পৃথিবী হারিয়ে যাবে।


সবুজের টানে মেঘ দাঁড়ায়
মেঘেরা এলে বৃষ্টি ঝরায়
বৃষ্টি পেলেই নদীর বুকে মাতন।
নদীর জন্য ফসল মাটিতে
আনন্দধারা চৌদিকে ভাসে
পাখীরা সব উঠবেই গেয়ে গান


একে একে আমরা যদি একটা গাছের যত্ন করি।
পৃথিবী তখন সবুজের গানে শস্য শ্যমলা হবে।
তুমি আর আমি আর যতসব পরম্পরা
সতেজ বাতাসে বেঁচে বর্তেই থাকবে।