বলেছিলে গোলাপ এনে দাও তবে আমি তোমার হবো
     রক্তাক্ত হাতে গোলাপ দিলাম তুমি ফিরিয়ে দিলে ।
নিয়ে যেতে বলেছিলে সবুজদ্বীপে সেখানেই মন দেবে
       নিয়ে গেলাম তুমি জনতার ভিড়ে হারিয়ে গেলে ।
প্রমোদ তরণীতে জোত্স্না ভেজা রুপোলী রোদ্দুরে ভিজবে
     হন্যে হয়ে জোত্স্না ধরে এনেছি অবহেলায় সরালে ।
মালতিবালার মতন হীরের ফুল তোমার খোঁপার জন্য
     মিচকি হাসিতে ছড়ালে বলেছিলে এ তেমন নয়।
আকাশের তারাদের মত নিস্পাপ সুন্দর হতে বলেছিলে
   একটা কবিতা হৃদপিন্ড উপড়ানো-তে তৃপ্ত তিলোত্তমা।