আমার একা হাতে সুমিষ্ট আনারস আর অন্যতে জামরুল
আমার কাছে পদ্মার এপার ওপার মিলেমিশে সবুজের মশগুল ।
সীমানা গিয়েছে উড়ে সংস্কৃতির ঝড়ে তার সুবাসে ভাসে দুইকুল
দুচোখে দুই নয়নমণি রবিঠাকুর আর প্রাণের কবি নজরুল ।

কত ভালবাসাতে জমেছে হৃদয় জমিতে
কত অভিমানে পুড়েছে তা চিহ্ন প্রতিঘাসে।
গোপনে গোপনে ক্ষোভকাঁটাতে রক্তাক্ত রাত
একদিন সে জেগে উঠবেই যে কোন ত্র্যহস্পর্শে।
তখন এপারে ওপারে যেন শুনি কলকাকলির ধ্বনি,
ওরা গান গেয়ে যাবে দুইবেলা বাউল আর বাউলানি।
চড়ুই করলে কিচিরমিচির এ'মন ছড়াবে ধান কিশোরবেলা।
ইচ্ছা হলে গা জুড়িয়ে নেব গাঙের জলে নয় ছায়াঘন বটতলা ।