প্রতিদিনই আমি প্রতিধ্বনি শুনি
আমায় পাথর বুক ভেবে রেখে গেছ দীর্ঘশ্বাস
হিমের মতন রাতের গভীরে ঝরে ঝরে পড়ে।
মাটি ভিজে যায় সে করুণ কাহিনীতে।


এসো পাতায় এসো... কিছু পরে...


সজনে গাছের পাতায় ঝিরঝিরিয়ে যে কাঁপন
বকুল যে ব্যথা নিয়ে ঝরে বীজের আশায়
তোমার হৃদয়ের বসন্তে কুহু ডাকে
আমি নিত্য শুনি সে ফাল্গুনী।


এসো পাতায় এসো... কিছু পরে...


ব্রিজের ধারে আমি আজো যাই
বহুদূর থেকে তোমায় দেখি সায়নি
বাতাসে উড়ছে মেঘের মতন খোলাচুল
ব্রিজে হেলান দিয়ে ঠাই দাঁড়িয়ে দুরের দিকে চেয়ে।


এসো পাতায় এসো... কিছু পরে...
অনেক কথা ... জমে আছে এই বুকে...


সেদিনের সে তিক্তঘটনা, সায়নি আর মনে রেখোনা
চকিতে মনের ভিতর থেকে জেগে ওঠো নিঃশব্দে
শুকনো পাতায় শুনি তোমার পদধ্বনি
ফল্গুধারার মতন তুমিই যে বেঁচে থাকবার সে তটিনী।