হঠাৎ  দেখি ভোর সকালে টুনটুনি দুটি
ডুমুর গাছের পাতায় করছে লুটোপুটী ।
বুঝিনা তার কারণ!
বুঝলাম একটু পরে,
হিমজড়ানো পাতায় পাতায়
শিশির মেখে করছে ওরা স্নান।
মুগ্ধ স্নিগ্ধ স্নানের শেষে তাকায় মুখোমুখি;
কিনা কি বুঝে হটাত কোথায় উড়াল দিল দুটি।

নিমের ডালে শালিক দুটো,
সেই দৃশ্যে অবাক হয়ে দেখে,
আর আকাশ পাতাল ভাবে;
এবার বুঝি আসছে ফাগুন দিন
নোতুন পাতায় নোতুন সুরে গান।
দুরের বনে শাল পিয়ালে
সাজো সাজো তাই রব উঠেছে।
আমার শহর চমকে উঠে
জাগে জাগায় ওদের!
ফুটপথে শীর্ণ পলাশকে বলে - ওঠো জাগো।
রবার গাছের নগ্নতা আর যে ভালো লাগেনা!
রাধাচূড়া কৃষ্ণচূড়া পাতায় আনো সজিবতা
মনের কুঁড়ি এবার মেলে ধরো।
কলুষতা মুছে দিয়ে, ফাগুনের আগুন দিয়ে সাজাও,
আমায় আবার জিতিয়ে দাও।