ফিরে দেখা সেদিন গুলো যেখানে ধুলোর আস্তরন।
ফিরে দেখা বইয়ের ভাঁজে শুকনো ফুলের অভিমান।

ফিরে দেখা আসমানি রঙে রাঙানো কিশোরবেলা।
ফিরে দেখা সবুজ সর্ষে ক্ষেতে শীতে রোদ্দুরবেলা।


বটের ঝুরি ধরে দিঘির জলে নিত্য ঝাঁপ স্কুল পালিয়ে।
শুকনোপাতার সাথে দৌড়, বোশেখ ঝড়ে পাল্লা দিয়ে।


বৃষ্টি ভিজে একশা হয়ে জ্বরের ঘোরে মায়ের কোলে ।
নিত্যদিনের বন্ধু কেমন করে প্রেমের দুয়ার দিলি খুলে।


আবার বুকে পাথর রেখে চলেও গেলি অন্য কারোর ঘরে।
মুখে হাসি রেখে সেই ভালবাসা একলা ঘরে গুমরে মরে।


যা চলে যা, থাক অন্য কারোর সাথে, মুখ লুকিয়ে কাঁদিসনা।
ভাল থাকিস নতুন সাথী'তে, বৃষ্টিদিনে আমায় যেন খুঁজিসনা।