নন্দিনী তুমি কোথায়? নন্দিনী তুমি কোথায়?


ভোরের পাখীর ডাকে সাড়া দিয়ে চোখ মেলেছি।
আদরের চাদর জড়িয়ে ধরে তোমায় ভেবেছি।
জানালার বাঁকা রোদ্দুরেতে তোমায় খুঁজেছি
সকালের উষ্ণ কাপের চুমুকে তোমায় চেয়েছি ।


নন্দিনী তুমি কোথায়? নন্দিনী তুমি কোথায়?


খুঁজে খুঁজে হয়রান কথা কবিতার নাট্য সংলাপে
তাজের অতীতে গল্পেরা থাকে রক্তাক্ত বিলাপে।
কে যেন গায় দরবারী কানাড়ায় বিলম্বিত আলাপে
আমার ঝরা পাতায় ফিরে এসো জীবন্ত গোলাপে।


নন্দিনী তুমি কোথায়? নন্দিনী তুমি কোথায়?


কত শত বার ভুল হয়ে যায় সকল কাজের মাঝে
সব ভাবনার মাঝখান জুড়ে ভাবনা তোমারই রাজে।
ওই বুঝি সে আসে বৃষ্টি নূপুর পায়ে ঝিঝি ডাকা সাঁঝে
তরঙ্গের ঝঙ্কারিত সুরে, অন্তর জুড়ে আনন্দগান বাজে ।


ফিরে এসো নন্দিনী... ফিরে এসো নন্দিনী...