এই ।
অংধকারে।
একজন জেগে ।
এখন অনেক রাত ।
ঘুমেরা সব নিরুদ্দেশে।
স্বপ্নজালে যে ডাক পাঠালে।
শুধু তাইনা হয়তো ভালবাসি।
তাইতো আসি যখন তখন কাছে ।
তুমিও জেগে আছো? আমার অপেক্ষায় ।
কী বলছো? বহুরাত্রি এভাবেই জেগে থাকো।
ঘুমচ্ছো দেখে কেউ আশাহত হয়ে ফিরে যাবে।
একটা একটা করে আধফোটা কুঁড়ি ফুটিয়ে রাখো।
প্রতিটি সবুজ ঘাস হীরককুচির স্নিগ্ধ শিশিরে সাজাও।
কখন একটা ভোরের পাখি ডাকবে সাত সকালের জন্য ।
আগাম পূর্ণিমা চাঁদের আলো ডুবিয়ে রাতগভীরে বৃষ্টি ঝরেছে ।
জোয়ারের জলে সারারাত নৌকাটা অস্থিরভাবে দুলে দুলে ক্লান্ত ।
আলো আর আঁধারের সন্ধিক্ষনে এসেছি ঘুমপাড়ানীতে ঘুমাবো তাই।
অনেকরাত অনিদ্রাতে বহু গানের ভিড় সরিয়ে এসেছি ফিরিয়ে দিওনা।