নদীর এক পাড় ভাঙে অন্য পাড় গড়ে
একদিকে অনন্ত কান্না হাহাকার
অন্যদিকে নতুন সভ্যতার জয়পতাকা।
একদিন যেখানে প্রাণচঞ্চল জীবনের জয়কার।
অন্যদিকে মৃত্যুর জাল বিস্তারে অতীতের জয়গাঁথা ।
নিশ্চিহ্ন প্রাণের স্পন্দন স্তব্ধ হয়ে আছে ,
           কোনো এক মালিকের আদেশের অপেক্ষায়।
হয়তো এখনি পাহাড়ের গায়ের ছবিগুলো হবে জীবন্ত;
সমাধিতে প্রাণ অপেক্ষা করছে জিয়নকাঠির পরশ পেতে।


তুমিও জেগে উঠতে পারো...
হাজার বছরের ফসিল থেকে উঠে আসতে পারো ...
আমাকে ছুঁয়ে বলতে পারো ...
আমিই সেই বন্দরের আলো হাতে অপেক্ষারতা নারী;
আমার ওষ্ঠসুধায় হয়ে যেতে প্রানবন্ত চঞ্চলা ।
মুদ্রা বিনিময়ে হয়ে যেত জৈবিক আদান প্রদান ।
আশার আলো দিয়ে বলে যেতে আবার আসবো ফিরে।
              তোমার জন্য বেঁচে আছি হাজার বছর ।
চিনে নাও দেখো ভালো করে আমি সেই
শ্রাবস্তিপুরের অসামান্যা যার জন্য যুদ্ধ হয়েছিল হাজার বছর ।