রাস্তার ধারে ধারে এখনো দাঁড়িয়ে রয়েছে সটান
একেবারে সারি সারি ওরা গাছ নয় গাছের কঙ্কাল !
ভুলেও ওই গাছের ডালে কাক পক্ষী বসেনা
হয়তো গাছেদের বিলাপ ধ্বনি শুনতে পায় ।
ওদের ও অন্তরাত্মা ভয়ে কেঁপে কেঁপে ওঠে;
পরের প্রজন্মের জন্য সত্যি কি কিছু থাকবেনা ?


প্রেক্ষাপট নীলাকাশ রেখে ছবি তুলে যায় শহর
স্থান একাডেমীর নীল নরম আলোর আভাসে।
বাহ বাহ অপূর্ব আসন্ন অশনিসংকেত ছবিটা;
বহুমূল্যে বিকিয়ে ঠায় শেষে বিলাসবহুল কক্ষে।
তখন গাছ কঙ্কালের শিকড়ে মৃত্যু গভীর ক্যন্সার
জানি এখানেই আকাশ ফুঁড়ে রাজ করবে বহুতল।