বিকেলের রোদ্দুর অবশেষে ফিকে হয়
সকালের ফুল দুপুরে রং হারিয়ে ফেলে
সবুজ মাঠের শিশির সব উধাও
টুপ করে ডুবে গেল পাহাড়ের পিছনে
রক্তিম আভা ছড়িয়ে দিয়ে পশ্চিমে;
সবাই হয়তো আবার একে একে ফিরবে
শুধু সেই ফিরতে পারবে না;
সেখানে গেলে যে আর ফিরে আসা যায় না/
তবু....
গানের স্তরে স্তরে অনুভূতির আলো আঁধারে
সে বলে আমি তো আছি, আমি তো আছি
আমার গজলের প্রতিটি বাঁকে
প্রতি সুরে মিলেমিশে একাকার হয়ে
আমি তো আছি আমি ছিলাম
আমি তো থাকবো..