অন্তর গভীর নদীর তট ছুঁয়ে
চলে যাও দূরে সুদূর মোহানায়
শুধু শুধু চেয়ে থাকা
হাত বাড়িয়ে হাত গুটিয়ে নেওয়া;
হয়তো ফিরে আর দেখবেনা।
তবু চেয়ে থাকি
ক্ষীণ আশা জাগিয়ে রাখি
যদি ফিরে আসো নির্জন ঘাটে
কোন এক ঝিঁঝিঁ ডাকা বর্ষা রাতে
কামিনী সুগন্ধির মতন মেখে নেব শরীরে
তারপর ...
আকাশের তারার মতন আমিও হারিয়ে যাবো
তোমার পায়ের চিহ্ন ছুঁয়ে ছুঁয়ে
পৌঁছে যাবো তোমার ঠিকানায় ।
সাদা বকের ডানায় ঠিকই খুঁজে নেব
একসাথে পাড়ি দেব অন্য কোথাও
অন্য কোনখানে গ্যালাক্সির সমাবেশে...