স্নায়ু কোষগুলো আর নেই টানটান
ক্রমশ তাদের আকাশে পাখনা মেলা
এবার হয়েছে সময় ঘরে ফিরবার পালা।
পথঘাট প্রান্তর বড্ড বেশি চেনা চেনা
সবুজ বিছান মাঠ বাতাস দেয় দোলা
এবার হয়েছে সময় ঘরের ফিরবার পালা।
প্রবাসী ভাষা খটমটে বোঝানো বড়ই দায়
সদা ভয় বোবার মতন কানেতে দিই তালা।
এবার হয়েছে সময় ঘরে ফিরবার পালা।
দূরে দেখি তালের সারি মন হয়ে যায় খুশি
কথা বলি গান করি আমারই ভাষা বাংলা।
এবার হয়েছে সময় ঘরে ফিরবার পালা