আস্ত একটা গোটা রাত গিলছে মস্ত অজগর।
গা সওয়া ঝিঁঝির অবিশ্রান্ত একঘেয়ে কান্না।
কুয়াশা জাল কাটতে বিলম্ব ভোরের প্রথম ট্রেন ।
দুচোখের পাতায় একধরনের পড়শীর ঈর্ষা ।
জেগে আছো রাতের কালো খামে চিঠি দিলাম ।
ভোরের আলো ফোটার আগে পড়ে নিও প্রিয় ।
তা'নাহলে স্নিগ্ধ শিশিরের মত ঠিকানা হারাবে  ।
সবশেষে চেয়ে নেব ধনুক ঠোট থেকে ঘুমচুমু ।