রাজ্যজুড়ে এই শেষ হলো গণতন্ত্র পুজো বেশ ভাল!
জয় হোক গণতন্ত্রের জয়, পূজার ডালিতে ছিল ভয়।
দিকে দিকে কত আয়োজন, সবকিছুর ছিল প্রয়োজন।
এদিকে বিচারপতি ওদিকে নগরপতি কাঁপে গণপতি।
পবিত্র আগুনে আরতি, জীবন উত্সর্গ করেছে দম্পতি।
ঢাক ঢোল বাজল কাঁসর, জনসমাগমে জমেছে পূজাবাসর।
প্রানবলিতে স্বস্তি এলো, পূজাবেদী রক্তে ভেসে গেল।
ছেলেটার বিস্ফারিত চোখ, কিন্ত ওর মায়ের হয়নি শোক,  
না চায়লে এই পুজোতে এমন একটু আধটু হয়ে যায় ।
তবে হ্যা আগের বারের চেয়ে কম বোধ হয় অনেকটায় ।
এবার যে ওরা ভেসে যাবে উন্নতির জোয়ারে খোয়াবে।
এবার যে ওরা প্রাসাদে থাকবে খোয়াড়ে আর না রবে ।
আলো আশা ভরসা সব তো ঝরবে ঠিক যেন বরসা।
কিছু না দিলে কিছু কি পাওয়া যায় এই দুনিয়ায় ।
চারিদিক হতে ওঠে জয়ধ্বনি গনতন্ত্রের মিথ্যামন্ত্র
বলবে কেন গণপতি যন্ত্র? শেষ কথা হবে শক্তিতন্ত্র।