আমি ওকে খুব ভালবাসি
এক পৃথিবী ভালবাসা ওরই জন্য রাখা
ওর ভালবাসা নিয়ে নদী ফিরে যায় মোহানায় ।
আমি যে ওকে আমার প্রানের চেয়েও ভালবাসি ।


কুঁড়িটায় একদিন পাপড়ি মেলে দিতেই
শিশির ভেজা একটা নতুন সকাল
    বুকের ভিতর আন্দোলিত সবুজ ঘাস ।
প্রথম বৃষ্টি ভেজা চোখে চোখ রেখে
হৃদয়ের সাথে হৃদয়ের প্রথম পরিচয় ।


ওর হাসিতে ছড়িয়ে পড়ে দিগন্ত জুড়ে রাতের তারা
ওর কান্নায় ঝিরঝির ঝরে পড়ে আকাশ ঝরনাধারা।
ওর ডাক শুনে ঘুমন্ত পাহাড় হয়ে যায় মুখরিত
ওর ফিরে চাওয়াতে না ফোটা ফুলেরা বিকশিত।


আমিও দাঁড়িয়ে দেখছি আর সময় পাল্টে যায়
তোমার হাতটা ধরে এগিয়ে যাবে দুরের নীলিমায় ।
     তবু জেনে যাও ওহে আগামী দিনের সেনা
ওই তো আমার প্রথম ভালবাসা নিঃশ্বাস
এই হৃদয়ে উত্তাল একরাশ সমুদ্র উচ্ছাস ।



* বিদেশী  গানের ভাবানুবাদ*
বোবা কালা কন্যার বিবাহে গর্বিত পিতার গানে গানে আবেদন নিয়ে এই কবিতা ।