বিজ্ঞাপনে যখন মুখ ঢেকে যায়
ঠিক তখন বৃষ্টির সাথে ঝড় ওঠে
বিজ্ঞাপন ছিঁড়ে মাতাল বাতাসে উড়ে যায়।
উড়তে উড়তে গিয়ে পড়ে ফুটপাথের উপর
নিশ্চিন্তে বস্তাবন্দী আগলে ঘুমায় ভবঘুরে ;
বৃষ্টির সাথে ঝড় কাঁচা ঘুম তার নস্ট হয়
ইশ্বরের উদ্দেশে শুন্যে আঙ্গুল উঁচিয়ে
কত কি যেন বলে যেতে থাকে ।
ঠিক তখনি বিজ্ঞাপন উড়ে গায়ে পড়ে
সে তখন গালাগাল বন্ধ করে হেসে উঠলো
হাসতে হাসতে বিজ্ঞাপন ফ্লেক্সে
নিজেকে মুড়ে নেয় যেন একটা গুটিপোকা
রঙিন প্রজাপতি হয়ে উঠবার অপেক্ষায়।
যতটুকু ফ্লেক্সে লেখা দেখা গেল সেটা
এইরকম ''জনগনের স্বার্থে আমরা ''