হাল ছেড়োনা বন্ধু হাল ছেড়োনা ।।
সোনালী দিনের স্বপ্ন নিয়ে
থমকে থাকা তো চলবে না।।

বদলে গেছে জীবনের মানে
বদলে গেছে বাঁচার সঠিক নিশানা।
তুমিইতো সেই আঁধারে সূর্য
এনে দেবে আলো ঘোচাবে কালো
          দেখাবে বাঁচার ঠিকানা।

আজ গতানুগতিক হালচালে হয়ে গেছি বড় ক্লান্ত।
কঠিন থেকে কঠিন জীবন যাপন তুমি আমি উদ্ভ্রান্ত।
তবুওতো খুঁজি পথ, মাথা উঁচু করে বাঁচতে।
তুমিইতো সেই আঁধারে সূর্য
এনে দেবে আলো ঘোচাবে কালো
          দেখাবে বাঁচার ঠিকানা।

মরচে ধরা স্বপ্নগুলো সোনালী রোদে মেলতে চাই
ঝড়ের গানে দীপ্ত কণ্ঠে কোরাস গান গাইতে চাই।
তুমিইতো থাকবে মিছিলের সমুখের সারিতে।
তুমিইতো সেই আঁধারে সূর্য
এনে দেবে আলো ঘোচাবে কালো
          দেখাবে বাঁচার ঠিকানা।

হাল ছেড়োনা বন্ধু হাল ছেড়োনা ।।