কালি কলম খাতা দিব্যি ছিল
হটাত তাদের কি যে হোল ।
চলবে না আর এমন জুলুম
প্রতিবাদে সব গর্জে উঠলো ।
কালি বলে শরীর নষ্ট করে
লেখক কেন হবে বিখ্যাত ।
কলম বলে হুকুমের যেন চাকর
লিখতেই থাকে দিবা রাত্র ।
খাতার ক্ষোভ তোমরা ছুটি পাও
আমার যেন হয় রাজ্যের মরণ।
প্রেসেতে শেষে বই হতে যাওয়া
তারপর উদ্বোধনে হই বরন ।
তাও যে আমার হয়না নিস্তার
এ হাত ও হাত ঘুরতে থাকি।
কেউ পড়ে কেউ কিনে রাখে
আলমারির ধুলোয় দিব্যি ধুঁকি।
সবাই সমস্বরে এমনটা কি চলবে?
না না চলবে না কিছুতেই না।
লেখকের হাত গুঁড়িয়ে দাও
এমন জুলুম আর মানব না ।


থমকে খাতা বলে ভুল করছি
এমন ভাবনা আর কখনো নয় ।
কালি কলম গর্জে উঠে বলে
খাতা কেন উলটা পুরান গায়?
জানিস না ওর নামে পুরস্কার
বইমেলা উৎসব ওর জন্যই  ।
রাজার হালে ও দিব্য থাকে
অবহেলা আমরা নিত্য সই।


শান্তস্বরে খাতা বলে ভাবনা কিসে?
আমি ও যে তোমাদের দলে ভাই।
আমি তুমি সে ও সখা আছি বলে
শিক্ষা সংস্কৃতি সামনের দিকে ধায়।
দিকে দিকে দেশ জাতির উন্নতি
কত লিপিতে মহাকাব্য ইতিহাস।
এসো না এবার আমরাও লিখি
মহাকাব্য হবো আমরাও ইতিহাস