চোখের ঘুম কেড়ে নিয়েছ তুমি
বর্ষার জলে পেয়ে হয়ে উঠেছ দাপুটে নদী ।
অন্যসময় তোমাকে খুঁজতে দূরবীন লাগে।
এখন এক্কেবারে টাপুর টুপুর নদে এলো বান ।
তিনকন্যা দান করবো আজকে বাঁচাও মান;


বহু দিনের পুরনো আটচালা এবার কি ভাসাবে ?
ওখানেইতো হয় বারো মাসে তের পার্বন ।
বছর বছর মা দুগ্গা সপরিবারে ওখানেই আসেন ;
শিউলি ফোটা গন্ধ আর কত খুশির বার্তা নিয়ে ;
এবারে যে কি হবে কে জানে !
এত রোষ কেন এই সাধারণ মানুষগুলোর জন্য ?
প্রতিদিন আমরা আতঙ্কিত কি হয় কি হয় !
সারা বছরের অপমানের শোধ নিচ্ছ বুঝি !


আজ পা পাতা জল নিয়ে ঘুরতে এসেছ  গ্রাম ?
দেখতে এসেছ না, আমরা সব কেমন আছি ?
বামুন মাসির বাড়ির দেয়াল ধসেছে বৃষ্টির জন্য ।
সাপে কেটেছে গগন কে, তোমার জলে ভিসিয়েছি।
টানা বৃষ্টিতে কাজে জোটেনি তাই পরিবার উপোসী
আমাদের সবার চোখেও নোনতা জল ঝরে পড়ছে,
পাশের গ্রাম লক্ষ্মীগাছা গতকাল গ্রাস করেছ গোগ্রাসে ;
এখন কি রাক্ষুসে খিদে নিয়ে গ্রাম দেখতে এসেছ ।
ফিরে যাও ফিরে যাও লক্ষ্মী মেয়ে হয়ে সাগরবুকে ।