মা'যে আমার হারিয়ে গেছে
           কোথায় কোনখানে ।
খুঁজে খুঁজে বেড়ায় কত
        দেখিনাতো সমুখপানে ।


তেমনি আছে তুলসীতলা
         তেমনি ঠাকুর ঘর ।
বাগান জুড়ে তোমার হাসি
         বুকে তোলে ঝড় ।


স্কুলের থেকে যখন ফিরি
        থাকেনা কেউ পথ চেয়ে ।
ভাতের থালায় বসে মাছি
        বলেনা কেউ নে'খেয়ে ।


জানলা দিয়ে চাঁদের আলো
       এসেই আবার যায় ধীরে ।
কত যে রাত জেগে থাকি
       ভাবি, যদি তুমি যাও ফিরে।  


মন বসেনা একলা ঘরে
       নদীর ধারে ছুট্টে যাই ।
একে একে ফিরলো সবাই
       শুধু তোমার দেখা নাই ।


সত্যি সত্যি বলছি মাগো  
       দুষ্টুমি আর করবনা ।
লুকোচুরির এই খেলাতে
       হার মেনেছি শুনছনা ।


তোমার মতন যদি আমি হারাই
        ওই যেখানে সূর্যি ডুবে যায় ।
তুমি ও তখন খুঁজবে আমায়
         বলবে আমার খোকা কোথায় ?


আমি তখন আড়াল থেকে  
         রাখাল বেশে বাঁশি বাজাই ।
অবাক চোখে শুনবে আর বলবে
     (ঐযে ) আমার খোকা বাঁশি বাজায় ।