অসাধারণ চাহনিতে আমায় কাঁদিয়ে দিলে
যে কয়েকফোঁটা জল নিজের বলে রেখেছিলাম
সবটুকু তারা ঝরিয়েদিলে
আমি এখন এক মহাশুন্যতার পথ পরিক্রমায়
হৃদয় মাঝে ভয়ে ভয়ে থেকে যাওয়া
এবার থেকে আর নয় বারবার ফিরে আসা
হারিয়ে যাবার এইত প্রকৃত সময়।


তুমি না হয় বলে দিও কোন পথিক এলে
এইখানেই ছিল সেই সবুজঘেরা হৃদয়কানন
সেখানেই ছিল আঁখির মতন স্বচ্ছ একটা সরোবর
পরিযায়ীরা আসত যেত থেকে যেত কলকলিয়ে
ফিরে আসার আব্দারে পালক রেখে যেত।
নাম না জানা একটা নদী
বছর ঘরে একবার ঠিক ফিরে আসতো
দিনরাত্রি বৃষ্টি ভিজে খিলখিলিয়ে হাসত।
সময় এলেই কাশের দোলাও দিত
ভিজিয়ে কাপড়ে কেবা কারা কোথায় চলে যেত
যেতে যেতে একবার শুধু পিছন ফিরে দেখত।
তারপর পত্রঝরায় লেখা হত কিশলয়ের গান।
বরফ সরিয়ে একদিন বসন্ত মাথা ফুঁড়ে উঠত।
ওদের সাথেই এমনি করেই ব্যস্ত ছিলাম।
তোমার কাছে ধরা দিয়ে ফেলেছি যখন
আমি আমাকে হারিয়ে ফেললাম।