সত্যিকারের আমরা হাসতে ভুলে গেছি
অন্যদের কি করে হাসাতে হবে
তাও সঠিক জানিনা।
সবসময় যেন নিজেকে গুটিয়ে রেখেছি
যেন এক একটা রামগরুরের ছানা।
সব হাসি যেন তুলে রেখেছি
লোহার সিন্দুকে নয়তো হৃদয় কক্ষে
নয়তো সাদা কাগজের পাতায়।
প্রতিনিয়ত উগড়ে দিচ্ছি জীবন যন্ত্রণা;
নীল রঙ দিয়ে ছবি আঁকছি কান্নার।


তবে কেউ কেউ আছে সারাবাংলা কেন
এই বিশ্ব জনতার দরবারে
উনি বা উনারা বেশ হাসির খোরাক।
নিমেষে ইতিহাস ঘেঁটে ঘ করে চলেছেন
হাসতে হাসতে তখন বুকে পেটে খিল ধরে।
সবজান্তা একমাত্র উনিই
প্রতি অসুখের ওষুধ উনি জানেন
শিল্প কলায় ভীষণ পারদর্শী
এই ভারতের মহামানবের সাগরতীরে
তিনিই হলেন প্রথম পথ প্রদর্শক।
মিডিয়া খুলে দেখে নিয়েছি প্রচুর হাসছি
জীবনে বাঁচার মানে খুঁজে পেয়েছি
সব অভাবের ঘরে এখন তাঁর দিব্যজ্যোতি।