একরাশ ভালো লাগায় চোখ খুলছিনা
শুধু তরঙ্গ অনুভব করলাম
স্বর্গীয় কিনা জানিনা এমন হয়।
সব কেমন বেবাক মনে হয় ।
না তখন কোন কথা নয়
শব্দেরা সবাই গেছে গভীর ঘুমে।


আশ্চর্য একা পাখীর পালক শুধু
শিহরণ তুলে বলে যায়
- আমি আছি তুমি এমনিই থাকো
জন্ম থেকে জন্মান্তরে দিক হতে দিগন্তরে;
শতেক আলোকবর্ষ ধরে সুরে সুরে
হে প্রিয় আমার...
সংগীতের শ্রবণাতীত শব্দের মূর্ছনায়
যত আবিলতা সবটুকু নিংড়ে নিয়ে যাবো।