আমার রোদ ঝলমলে দিন ফিরিয়ে দাও।
আকাশের নীলে মেঘের ভেলায় ভাসিয়ে নিয়ে যাও
ঘাসের বুকে ধানের শিসে সকাল শিশির ছুঁইয়ে দাও।
বিনিদ্র রজনী যাপনে আছি ঘুম পাড়িয়ে দাও।
ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ।


তোমার আমার পরিচয়ে শহীদমিনার সাক্ষী ছিল
মুখোমুখি দুজনে বসেছিল।
তখন রেডরোডের ফাঁকা ট্রামগাড়ি ছুটছিল।
পিচগলা রাস্তায় হাত ধরে হাঁটছিলাম
হঠাৎ তখন ঝম ঝম করে বৃষ্টি নেমেছিল।


বিগ্রেডের ময়দানে অধিকারের লড়াই ছিল।
সেখানে আবার তোমায় হঠাৎ দেখে
হৃদয়ে পলাশ ফুটেছিল।
বুকের ভিতর আশ্চর্য আলো জ্বলে উঠেই
কেন যে আবার নিভে গেল;
কোন ঝড়ে জানিনা।
ডুকরে ওঠে মন
কোথায় কোথায় খুঁজে ফিরি।
আমার সেই সেদিন কেউ কি ফিরিয়ে দেবে?
ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ।