অস্থির এক পরিবেশ সব শুনশান
এ যেন সারা পৃথিবীর অমাবস্যা রাত্রিদিন।
কি করে হবে এ অবস্থা থেকে পরিত্রান
আছে উপায় আগে মানুষ হোক সচেতন ।

যে রোগের যে রকম হয় প্রতিবিধান
নিজে মানো অন্যকে মানাও করো সাবধান ।
এখানে ওখানে আর গুজবেতে নয় কান
করোনা মরবে বাঁচবে পৃথ্বীর অমুল্য প্রাণ ।