আজীবন ঝিনুক ভাঙ্গা মুক্ত মন
তোমারি জন্য গচ্ছিত রেখেছি।
এ হৃদয়ে যত পান্নার মতন
অবুঝ সবুজ একটা হৃদয় রেখেছি।
উদার একটা স্বচ্ছ নীল আকাশ
জ্যোৎস্না মাখার অপেক্ষায় রয়েছি।
বুকের ভিতর সযতনে অন্ধকূপ সংস্থাপন
তোমারি দুঃখভার সয়ে নেব তাই।
ফুলের সৌরভে গৌরবে থাকবে বলে
সকল ঋতুর বাগান রচেছি।
সারা জীবন পাশে থাকবো বলে
অনড় এক বিশ্বাসী পাহাড় হয়েছি।


সবটাই আজ বুঝি বৃথা
নিদারুণ যান্ত্রিকতার উদ্ভাবনীতে
দুয়ারে এসেছ তুমি পরী বা হুরী নামে।
সবটাই দেবে তুমি বারোমাস বিনোদন
পাবনা শুধু তোমার মন। তুমি যে যন্ত্র দেবী,
তোমারতো মন বলে কিছু নেই।