এপারে বাংলা ওপারে বাংলাদেশ
মাঝখানে বয় ইছামতি বেশ।
এপারের মানুষ ওপার দেখে
ওপারের মানুষ এপার দেখে।
এপারে টাকি ওপারে সাতক্ষীরা
মাঝে ইছামতি যেন সেই মীরা।
নদী ছলছল সখী চল চল
চোখ ছলছল কিছু বল বল।
ওপারে সবুজ হাতছানি দেয়
এপারের গান উড়াল পাখির ডানায়।
এপারে ওপারে আঁধার আলো
কাটাতার ছাড়া সবটাই ভালো।