ইসসসসসস ইলিশ ।।।
জুলজুল চোখে দেখিস।
রূপের বড়াই করিস।
ঈর্ষা বাড়িয়ে দিস।
পরাণ জ্বালিয়ে দিস
মুখে মুখে ফিসফিস
নিজেকে কি ভাবিস?


ইসসসসসস ইলিশ
হামবড়া ভাব করিস।
যেন খুব দামী হয়েছিস।
জনে জনে বলে বেড়াস।
বল ওরে কি তুই চাস?
শরীরে নাকি জোসনা ঝরাস
দু চোখ ঝলসে দিস
এমন করে কেন জ্বালাস।


আকাশ ছোঁয়া চাহিদা তোর
জানিনারে কবে হবে ভোর?
কিনতে তোকে রসনা তিক্ত
জানিনা করবি কবে তৃপ্ত।
আনতে ঘরে ইলিশ দুটো
গৃহীর পকেট হচ্ছে ফুটো।
যদি আসিস আমার ঘরে
রাখব তোকে বরণ করে।