চারজন মানুষ ঈশ্বরের শরণাপন্ন হইল।
উহাদের কঠিন তপস্যা।
ফর্সা মানুষটা কান্নায় ভাসিয়ে দিয়ে ঈশ্বরের মন গলিয়ে দিলেন।
ঈশ্বর বলিলেন ক্রিয়তকাল তিষ্ঠ বৎস।


অগ্নিবর্ষণকারী ভদ্রমহিলার
সুতীব্র চিৎকারে ঈশ্বরের ঘুম টুটিল।
ঈশ্বর রক্তচক্ষু স্থিমিত করে বলিলেন
আসুক নির্বাচন কাল
নিশ্চিত তোমায় বর দিব কন্যা।


স্থূল বান্ধবীবিশিষ্ট সদজন ভদ্রলোক।
বহুকষ্টে সাষ্টাঙ্গে ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করিতে বাধ্য করিলেন।
দয়াবান ঈশ্বর আড়ালে অশ্রু মুছিয়া কহিলেন।
আমি সর্বজ্ঞ। যাহা করিয়াছ তাহাতে তুমি তাপিত বুঝি!
তিষ্ট তোমাকেও বর দিব।


বদখত চেহারার উড়নচণ্ডী ব্যক্তি ঈশ্বরের সন্ধান করছিল।
ঈশ্বর তাহার সম্মুখেই মুন্ডুপাত করিয়া
কহিলেন।
অনার্য জাতি কি করিতে আসিয়াছ?
ব্যক্তি প্রতিবাদী সুরে কহিল
হে ঈশ্বর ন্যায্য বিচার করিবেন।
ঈশ্বর বিরক্ত হইয়া বলিলেন গৃহপ্রান্তে থাকো দণ্ডায়মান।


ঈশ্বর সকলকেই একে একে
একটি করিয়া সুদৃশ্য ঘূর্ণায়মান
শকট বর হিসেবে দিলেন।
হাসিমুখে কহিলেন
ইহার দ্বারায় সমস্যার সমাধান হইবে।


দুরছাই ছন্নছাড়া মানুষটিকে কহিলেন
এইসব সম্ভ্রান্তদের যথাস্থানে পৌঁছিয়ে দাও,
ইহাই তোমার বর। এই বলিয়া
তৎক্ষণাৎ ঈশ্বর অদৃশ্য হইল।





ি