গরম ভাতের গন্ধ আমার খুব ভালো লাগে।
তোমার কেমন লাগে ?
ও! তুমি তো একটু অন্যরকম ভাবনায় ডানা মেলো !
তুমি বলবে ও আর নতুন কি !
বরং বলবে অনেকদিনের মামলা শেষে,
ঈশ্বর আজ তার নিজের জমি ফেরত পেয়েছে ।


বেকারের যন্ত্রণাতে আমার মন বিচলিত হয়।
তোমার কেমন লাগে ?
তুমি বলবে এ আর এমন কি !
সেই যন্ত্রণা একটু একটু করে জনগণে বিলিয়ে দাও ;
দেখবে আর কোন যন্ত্রণায় থাকবেনা ।
বরং এসো, দেখি ঈশ্বরের নতুন ঠিকানার সুন্দর নকশা ।


খণ্ডিত আকাশ নিয়ে নারী আজো কোণঠাসা ।
তুমি বলবে, ঈশ্বরও প্রজাদের জন্য একা হয়েছিলেন ।
চুপি চুপি শোন - ছলে বলে কৌশলে এমনটা করতে হয় ।
ঈশ্বর ও শেষ পর্যন্ত ওনাকে রক্ষা করতে পারেননি ।
তবু দেশ বংশ রক্ষার্থে ওনাদের খুবই প্রয়োজন, বোঝো না!
বরং এসো, ইশ্বরের এই ঐতিহাসিক জয় উদযাপন করি ।