নিত্যের রোজনামচায় ( খিদে )
সহজ কথা সহজ করে কেউ ভাবেনা ।
কেউ বলে যা ভিক্ষে করে খা ...
আবার কেউ বলে হাতদুটো তো আছে !
যা না যা কুলি মজুর কামিন হয়ে খা ...
খিদে পেয়েছে শুনে কারো কারোর রক্ত চড়ে;
যা না যা যত সব ঘেয়ো কুকুরের দল ;
রাত দিন শুধু ঘেউ ঘেউ করে মরে
দুটি খেতে দাও পেটে বড় খিদে ।
খেতে খেতে একদিন তোরা দেশটাকেই খাবি।
দেখছি তো তোদের যা বিশ্বগ্রাসী খিদে ।
এত্ত বড় পৃথিবী যা গতর বিক্রি করে খা...
লোকের বাড়ি বাড়ি কাজ করে খা ...
মগজ থাকলে মগজ খাটিয়ে খা ...
চা চপ বানিয়ে খা, যা হোক কিছু করে খা ।


খাটব যে কাজ কোথায় ?
কাজ দ্যান এই দুহাতে কাজ দ্যান ।
সম্মানের সাথে কাজ করেই খাব।
কাজ নেই! কাজ নেই যত সব উটকো ঝামেলা!
লুডোর ঘুঁটির রঙের নেতা ধর মিলবে কাজ
সাথে সাথে পাবি কিছু উচ্ছিষ্ট দানাপানি ।
দেখবি পেটে শান্তি তো এই জগত শান্তি।


আর যদি আগুন ঝরাতে পারিস তোর বুলিতে
চেষ্টা করে দেখিস দিতে মিথ্যে প্রতিশ্রুতি !
সেটা যেন শুনতে লাগে সত্যি কারের মতন।
যদি বিশ্বাস অর্জনে সক্ষম। তাহলে তোকে কে পায় ?
জনতার ভোটে জিতে জনতার মহান নেতা
হয়ে যাবি নিমেষে তুই থেকে আপনি ভদ্রমহোদয় ।
আপনি তখন ঝাঁ চকচকে মসনদে ।
হয়ে যাবেন আপনার সাত পুরুষের নিশ্চিন্ত অহঙ্কার ।
হয়তো এমনি করেই কাউকে বলবেন
হাতদুটো তো আছে যা খেটে খা ...