ক্ষমতার জোরে মসনদে যারা
দিনে দিনে করে ভুল।
তাই স্বপ্নেরা সব পিছু হটে যায়
আলো আশা দিন তুলেছে খিল।
মা আজ ধর্ষিতা
মাটি হয়ে গেছে দখল
মানুষ আজ দিশেহারা
ঘর ছাড়া সবহারা।


ক্ষমতার চাদরে আদরে দেখেছি
দিনে দিনে ইঁদুর হয়েছে বাঘ
মানে অপমানে কষ্টে কোদালে
কলমের ঠোঁটে জমেছে রাগ।
একে একে ছিনিয়ে নিতে হবে
তুন থেকে সব তীর।
বুঝে নিতে হবে হিসাবটা এইবার
না পাওয়া যত ক্ষয়ক্ষতি অধিকার
তাই দিকে দিকে বাড়ে জনতার ভিড়।
দেশ দুনিয়ায় বাড়ে মিছিল দোলে মিছিল।