তেমন আর ভালবাসতে পারলাম কোথায়
যে ভালবাসায় রাজা হতে চেয়েছিলাম
যে আলো আশায় নদী হতে চেয়েছি
যে সব ইচ্ছায় জীবন্ত পাহাড় হয়েছি
যে খুশিতে সবুজ অরণ্য পুড়িয়ে ফেলেছি
সে ভালবাসায় গ্রহন লেগেছে।


আমি এখন ফকির অন্যের দয়ায় বাঁচি
কেউ আর নদী বলেনা স্রোত হারিয়েছি
আমার পাহাড় অহংকার চূর্ণ হয়েছে
পুড়িয়ে ফেলা জমিতে আর ফসল হয়না
অমারজনীই দেখি, পূর্ণিমা রাত বেপাত্তা।


তবু ও যে কেন
ভালবাসা বৃষ্টি খুঁজি ভিজব বলে
জানিনা সত্যিই জানিনা।