দেখে যা আকাশ দুরে যতদুর তোর চোখ যায়
দেখবি দিগন্তরেখা তোকে ছুঁতে হাত বাড়িয়েছে।
থাকতে পারেনি সে পৃথী’র তিনভাগ দখল যার
বিশাল জলরাশি অর্নব তোরই নীলরঙে রেঙেছে।
ওই যে দেখ বৃষ্টি ঝরিয়ে সাদা মেঘের ভেলাগুলো
তোর উদার অঙ্গনে চলে আসছে অবসর কাটাতে।
শুধু কি তাই!চলছে সবুজ মাঠ ঘাট জুড়ে আলোচনা
আগমনী আসছে, জানায় কাশফুল বাতাসের দোলাতে।
আজ এমন একটা দিন ওরা আসবেই দেবে উপহার
গান কবিতায় শুভেচ্ছা জানাবে,জ্বলবে মঙ্গলদীপ জানি।
ছিল একরাশ উত্কন্ঠাতে আলো আর স্পন্দন আনতে
জীবনের সেদিন কেঁদেছিস,কেঁদেছিল সাথে গর্ভধারিনী।  



* আজ আমার ছেলের জন্মদিন । একটা কবিতা থাকলো উপহার ।