ভোরসকালে ঘুম ভেঙে গেছে
আমার আজ কোথায় যেন যাবার ছিল।
সারারাত ধরে অন্ধকার ধুয়ে দিতে
আকাশ কম বেশি বৃষ্টি ঝরিয়ে এখন ক্লান্ত।
মেঘ ছিঁড়ে সূর্য উঁকি দিয়ে বলবার চেষ্টা করছে
-আর কেন অনেক হোল,
দাও এবার আমার পথ ছেড়ে দাও।
আকশের বোধহয় খুব মন খারাপ,
গোমড়া মুখে কিছুতেই হাসি ফোটেনা।


টালির চালে সুযোগ বুঝে
একটা টুনটুনি পালক ঘসে আপনমনে।
নিমপাতার জল ঝরে পড়ে তার গায়।
ঘাড় উঁচু করে কি যেন গজগজ করে সে বলছে
-কত কষ্টে গা শুকিয়েছি আবার ভিজিয়ে দিল।
বোধ টুঁই টুঁই করতে করতে উড়ে গেল।
বোধহয় অভিশাপ দিয়ে গেল টুনটুনিটা।


আমার যে কোথায় যাবার ছিল।
ওরা বলেছিল অনেকদিন নাকি যাইনি
আজ রবিবার সকালে আমি যেন
অবশ্য যাই ওদের আসরে।


হয়তো বৃষ্টি তখনো আমার হৃদয় জুড়ে ঝরে।
যাব কি যাবনা করে আর যাওয়া হলনা।
ইথার তরঙ্গে যদি আবার ডাক আসে
সেই আশায় অপেক্ষা করতে থাকি।
সময় বয়ে যায় স্বার্থপর অহঙ্কার নিয়ে।
শুধু যেতে যেতে সেই সময়
বাদলা বাতাসে তীর ছুঁড়ে বলে যায়
আজ যে তোমার কোথায় যাবার ছিল...!!!