ভালবাসার কথা আমার আজো বলা হলনা।
নির্ঘুমে যখন রাত্রি কাটে
নক্ষত্ররাজির মতন কথারা ভিড় করে
কেউ উঁকি দিয়ে লুকায়, কেউ সামনে হাজির
কেউ অভিমানে দূরে দাঁড়ায়,
কেউ আপন স্বপ্নজালে আপনমনে ।
কারোর কথা তোমায় বলা হয়ে ওঠেনি নন্দিনী


তুমি তখন স্লোগানে ব্যস্ত পিচগলা রাজপথে
ভেবেছিলাম অজগর মিছিল শেষ হোক।
আকাশ থেকে নেমে এলো অতর্কিতে
কালবৈশাখীর পুলিশি ঝড়ের তাণ্ডব ;
কাঁদানো গ্যসের মতন ভীম বৃষ্টিধারা।
দ্রুত পট পরিবর্তনে হয়ে গেল সব ছত্রভঙ্গ।
নিমেষেই যেন কুরক্ষেত্র আমার চেনা ময়দান।
দাঁড়িয়েছিলাম স্তব্ধ হয়ে কতক্ষণ জানিনা;


আজো আসি কৃষ্ণচূড়া ফোটার নির্দিষ্ট দিনে
রক্তপতাকার উদাত্ত আহ্বানে
যদি আবার দেখা হয় উরন্ত নিশান হাতে।
দূটো কথা শুধু বলে নেব।
সেদিন মাথা বাঁচাতে পালিয়ে যায়নি।
বরং কারোর মাথা বাঁচাবার ইচ্ছা মনে ছিল।