খোলনলচের পরিবর্তনে দেশের ফেরাতে হাল
তুমি আমি সব জনগণ মিলে দিয়েছি বোড়ের চাল।
খালবিল কেটে কুমির এনেছি ফসল পেয়েছি কত
এখন জগন্নাথের ঠুঁটোহাত মন্ত্রীর চালে কিস্তিমাৎ।


শিক্ষার সাথে মেরুদণ্ড সেটাও গিয়েছে বেঁকে
ইঁদুর বাবা খেয়ে দেয়ে এঠোভাত ফেলে রাখে।
বলেছিল যারা নিয়ে যাবে কোন আগামীর সকালে
তারা তারা সব লুকিয়ে গিয়েছে মেঘেদের আড়ালে।


জনগনমন আজ গোলকধাঁধায় কি করি এখন কোথায় যাই
আগে গেলে রাজা রামে মারে, পিছেতে বানর দাঁত খেঁচায় ।
আইন নাকি সবার উপরে তাই গান্ধারী শুধু নিদান দেয়,
আলো আঁধারের খেলা চলে, দ্বিধা দ্বন্দে এই জীবন কাটাই।